রবিবার, ০৯ নভেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় অটো রিকশা চাপায় শিশু নিহত, ভাঙ্গায় ৭ম ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সরকারি পাইলট হাইস্কুলে কম্পিউটার অপারেটর গ্রেফতার, মামলা  ভাঙ্গায় ৪৪ ধারা ভঙ্গ করে সেনা সদস্যর জায়গা দখল করে বাড়িঘর ভাংচুর, মালামাল লুঠপাটের অভিযোগ ভাঙ্গায় দাখিল মাদ্রাসার থেকে চুরি হওয়া ৫টি ল্যাপটপ, এলইডি টিভি উদ্ধার। দুই চোর আটক, ভাঙ্গায় টিকটক করতে এসে ধর্ষণের শিকার এক নারী, ৬ জন গ্রেফতার ভাঙ্গায় জেলার শ্রেষ্ট জয়িতার তিন ছেলেকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি অভিযোগ,  ভাঙ্গায় মৃত্যুর গুজব ছড়িয়ে ৫টি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট ফরিদপুরে বিদেশী অস্ত্র সহ ২ জন গ্রেফতার ফরিদপুরে আওয়ামীলীগ শাসন আমলে বিভিন্ন মামলার আসামি ওয়ার্ড যুবলীগের সভাপতি মো: আরিফুল ইসলাম সহ আসামিদের ধরতে পুলিশের অভিযান ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে  চারজন গ্রেফতার 

ভাঙ্গায় পরিবহনের চেকারকে বেদড়ক পিটিয়ে জখম, কাউন্টারের তালা, গাড়ী গ্লাস ভাংচুর,

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯০১ Time View

আব্দুল মান্নান, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গায় মদিনা টাওয়ারের সামনে সড়কে আয়নাল ব্যাপারী নামের এক পরিবহন শ্রমিককে বেদড়ক পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছ । এর পর তারা গাড়ীর গ্লাস ভাংচুর করে।  পুরো ঘটনা সিসিটিভির ফুটেজ ইতিপূর্বে ভাইরাল হয়েছে । ঘটনাটি শুক্রবার বেলা সাড়ে ১০টার সময় ভাঙ্গা উপজেলার বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক( বহিষ্কারকৃত)  সাইদুল হক মিঠু শিকদারের নেতৃত্বে ৫/৭ জন যুবক লাঠি দিয়ে তাকে বেদড়ক পিটায়। গুরুতর আহত আয়নাল বেপারী ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা দিয়েছে। সে মাদারীপুরের সার্বিক পরিবহনের চেকার রফিকুল ইসলাম ওরফে আয়নাল বেপারীর( ৫০) তার বাড়ি মাদারীপুর সদর জেলায় আব্দুল খালেক বেপারীর পুত্র,
হামলাকারীরা হল, ভাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক (বহিষ্কৃতকৃত) সাইদুল হক মিঠু শিকদার, প্রিন্স মুন্সি, ওসমান গনি আকাশ (সমন্বয়ক) শওকত শিকদার সোহেল, ইয়ামুন ইমরান হোসেন সহ আরো কয়েকজন।

এ ব্যাপারে সার্বিক পরিবহনের চেকার আয়নাল বেপারী জানান, আমার সাথে তাদের কোন বিরোধ নাই। তাদেরকে আমি ভালো করে চিনিও না। তারা একটি ভ্যান থেকে নেমে আমাকে বলে ভাঙ্গা বাসস্ট্যান্ডে আমাদের সার্বিক কাউন্টার দেস না কেন। এ কথা বলার সাথে সাথে মিঠুর নেতৃত্বে কয়েকজন যুবক লাঠি দিয়ে আমাকে কুকুরের মত পিটিয়ে মাটিতে শুয়াইয়া ফেলে। আমার হার্ডের রিং পড়ানো রুগি । আমি খুবই অসুস্থ ও নিরহ লোক। এরপর আমি ভাঙ্গা থানায় বিশেষটি অবগত করি। পরে ভাঙ্গা হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমার অবস্থা খুবই খারাপ। এ ঘটনা আমি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয় সার্বিক পরিবহনের আরেক চেকার এঘটনা বিষয় রেজাউল শরীফ জানান, গত আগস্ট মাসে মিঠু সিকদার আমার কাছে ভাঙ্গায় সার্বিক কাউন্টার চায়। আমি তাদেরকে বলেছি, কাউন্টার দেওয়ার মালিক আমি না। আপনারা মালিক পক্ষের সাথে যোগাযোগ করেন। এরপর আজকে এসে তারা হঠাৎ আমার টেকার আয়নাল ব্যাপারীকে অমানবিক মারধর করেছে। আমরা শ্রমিক আমাদের কেন মারা হল, এর বিচার চাই।

এ ব্যাপারে ভাঙ্গা থানার এস,আই নুর মোহাম্মদ  জানান, ঘটনার সংবাদ পেয়ে আমি সরেজমিনে  তদন্ত করি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করি। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য শুনেছি। তদন্ত পূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category