ভ্রাম্যমান প্রতিনিধি: ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ গ্রামের জিয়াফত বা ফয়তা খাওয়াকে কেন্দ্রে করে শুত্রবার সন্ধ্যা রাতে সােহাগের সাথে রুবেলের কথাকাটাকাটির এক পর্যায় ঝগড়া হয়। ঐ সময়ে ঝগড়া ঠেকাতে গিয়ে ফিরােজ মাতুব্বার নামের একজন আহত হয়।
এই ঝগড়াকে পুজি করে, প্রতিপক্ষ রুবেল মিথ্যা তথ্য দিয়ে সাংবাদিকদের দিয়ে গত ৫ জুন দৈনিক গনসংহতি অনলাইন পত্রিকায় মাদক ব্যবসার বিরােধী করায় সন্ত্রাসীর হামলা নামক একটি সংবাদ প্রকাশ করে।
উক্ত সংবাদ সম্পূর্ন মিথ্যা বানােয়াট ও ভিত্তিহীন বলে দ্বাবী করে প্রতিবাদ জানায় ঐ গ্রামের সােহাগ, রাব্বি, মাহবুব ও শাকিল। তারা দ্বাবী করে বলেন, আমরা এলাকায় যুব সমাজ মাদক কর্মকান্ডে বিরােধীতা করি।
নুরুল্লাগঞ্জ গ্রামের সােহাগ, রাব্বি, মাহবুব ও শাকিল জানায়, কোন এলাকায় তাস, জুয়া, ইয়াবার আডডা হলে আমরা সেখানে বিরােধিতা করি। এই রুবেল মাদক ব্যবসার সহযােগিতা করায় আমাদের জন্য রুবেলের ক্ষতি হয়।
এই জন্য সে আমাদের নামে মিথ্যা তথ্য সাংবাদিকদের নিকট সহবরাহ করে রিপোর্ট লেখায়। আমরা ঐ সংবাদের তীব্র প্রতিবাদ করি। সত্য ঘটনা হল ফয়তা খাওয়া নিয়ে সােহাগ গং দের সাথে রুবেলের ঝগড়া হয়।
এই ঝগড়াকে পুজি করে আমাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশ করায় রুবেল। কয়েকজন সাংবাদিক এলাকায় ঘুরে সত্য তথ্য উৎঘাটন করেছে। এই বিষয় ভাঙ্গা থানার এস,আই জাহাঙ্গির জানায়, প্রকৃত ঘটনা হলো ফয়তা খাওয়া নিয়ে ঝগড়া হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছে ।
