সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ থেকে সম্মাননা স্মারক পেল জাতিসংঘ শান্তিরক্ষা ও আইজিপি পদক প্রাপ্ত ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান।
বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে করোনা ভাইরাস উপলক্ষে আলোচনা সভায় দেশের বর্তমান মহামারী করোনা ভাইরাস এর মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ করার জন্য সম্মাননা স্মারক পেলেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানা প্রশংসিত ওসি জাতিসংঘ শান্তিরক্ষা ও আইজিপি পদক প্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুর রহমান।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুধাংশু কুমার সরকার।
সম্মাননা স্মারক প্রদান করেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সভাপতি একাত্তরের বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সুধাংশু কুমার সরকার।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি সুধাংশু কুমার সরকার বলেন, দেশের বর্তমান মহামারী করোনাভাইরাস এর মধ্যে জীবনের মায়া ত্যাগ করে নিষ্ঠার সাথে জনসেবামূলক কাজ করে বাংলাদেশ পুলিশের এক অন্য রকম দৃষ্টান্ত স্থাপন করেছেন ফরিদপুর জেলার ভাঙ্গা থানা প্রশংসিত ওসি জাতিসংঘ শান্তিরক্ষা ও আইজিপি পদক প্রাপ্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ শফিকুর রহমান। আমরা ভবিষ্যতে তার কাছ থেকে আরো ভালো কিছু আশা করব। তার অগ্রযাত্রা সুদূরপ্রসারী হোক এই আশাবাদ ব্যক্ত করছি।
উক্ত অনুষ্ঠানের অফিসার ইনচার্জ মোঃ শফিকুর রহমান বলেন, “সেবাই পুলিশের ধর্ম” এই উক্তিকে কেন্দ্র করে আমি একনিষ্ঠভাবে জনগণের পাশে থেকে জনসেবামূলক কাজ করে যাচ্ছি এবং সেবা দিয়ে যাব ইনশাআল্লাহ।